নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিরদিনের জন্য ওপারে পাড়ি জমালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার ফলে গত বছরের ২৯ ডিসেম্বর মওদুদ আহমদকে রাজধানীর এভারকেয়ার (সাবেক এপোলো) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেখানে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি রাতে মওদুদ আহমদকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন ভোরে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী হাসনা মওদুদ।
মওদুদ আহমদের জন্ম ১৯৪০ সালের ২৪ মে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম মমতাজ উদ্দিন আহমেদ ও মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। অষ্টম জাতীয় সংসদে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এই রাজনীতিবিদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যায় মওদুদ আহমদের মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, যা কখনও পূরণ হওয়ার নয়।
মির্জা ফখরুল বলেন, ব্যারিস্টার মওদুদ আজীবন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি নিজ কর্মের মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে অমর হয়ে থাকবেন।
মওদুদ আহমদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব।
অন্যদিকে ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, মওদুদ আহমদ ছিলেন একজন প্রথিতযশা আইনজীবী ও বিচক্ষণ রাজনীতিবিদ। তাঁর অভাব কখনও পূরণ হওয়ার নয়।
এদিকে সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যম কর্মীদের বলেন, ‘বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি গভীর শোক জানিয়েছেন। রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।’
আগামী বৃহস্পতিবার বিকেলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ ঢাকায় আসবে। তার সহকর্মী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার বিকেল নাগাদ মওদুদ আহমদ স্যারের লাশ দেশে আনা হবে। ঢাকায় কয়েকটি জানাজা শেষে গ্রামের বাড়ি নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।’
Leave a Reply