রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী বুধবার সকালে মহান নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা সহ বিভিন্ন সংগঠন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ এর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার, পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও দিবসটি ঘিরে শিশু সমাবেশ, আনন্দ র্যালী, শিশুদের মধ্যে খাবার বিতরণ, জাতীর পিতা ও তার পরিবারবর্গের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply