নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মনোহরদীতে কলাগাছ ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদ পারাপারের সময় পানিতে ডুবে বাপ-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মনোহরদী উপজেলার শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ-ছেলে হলেন- মো. জাকারিয়া ফরাজী (৪৫) ও তার ছেলে সাজিদ ফরাজী (৬)। তারা মনোহরদীর শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূওত্র জানা যায়, ঘটনাস্থল পুরাতন ব্রহ্মপুত্র নদের এপারে দীঘাকান্দি গ্রাম আর ওপারের চর জুড়ে বিস্তৃত ফসলের ক্ষেত। অন্যান্য দিনের মত একটি কলাগাছ ধরে এই নদ পার হয়ে ওপারে তার ফসলের খেতের পরিচর্যা করতে যাচ্ছিলেন মো: জাকারিয়া ফরাজী। কিন্তু বাদ সাজেন ছেলে। তাকে সাথে নিয়ে যাবার বায়না ধরেন। বাধ্য হয়ে শিশু পুত্র সাজিদ ফরাজীকে সাথে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে বাপ-ছেলে কলা গাছ ধরে নদী পাড় হতে যায়। মাঝনদে যাওয়ার পর অসাবধানতাবশত ছেলে সাজিদ পানিতে পড়ে যায়। তাকে তুলে আনতে বাবা জাকারিয়া ফরাজীও পানিতে ঝাঁপ দেন। পরে দুজনই পানিতে তলিয়ে যান।
আশেপাশের লোকজন নদের পানিতে নেমে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
নদের পানিতে ডুবে বাপ-ছেলের মৃত্যুর ঘটনায় দীঘাকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ওই পরিবারটির বাড়িতে ভিড় করছেন।
মনেহরদী থানার উপপরিদর্শক মো. আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই বাপ-ছেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে
Leave a Reply