নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে স্বাধীনতার ৫০ পূর্তি ও মহান স্বাধীনতা দিবসে ৭১’ র রনাঙ্গনের বীর সেনা মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে বাউল শিল্পিদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহান স্বাধীনতা দিবসের সন্ধ্যা নরসিংদী জেলা, সদর ও শহর তাঁতী লীগের উদ্যোগে শহরের সূতাপট্টি মোড়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর যুব লীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার। এতে সভাপত্বি করেন নরসিংদী জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাউল শিল্পিদের পরিবেশনা রনাঙ্গেনের সেই বীরদের বিমোহিত করায় তাঁতী লীগে এ আয়োজন প্রসংশা কুড়ায়।
এর আগে দুপুরে নরসিংদী শেরে বাংলা ক্লাবে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এক মধ্যাহ্ন ভোজ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply