নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ দিন ধরে নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখবার জন্য হত্যা, খুন, গুম নির্যাতনের মাধ্যমে বিএনপিসহ অন্যান্য দলগুলোকে দমন করে চলেছে। সকল রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে কর্তৃত্ববাদী শাসন চিরস্থায়ী করতে অপচেষ্টা চালাচ্ছে প্রকারান্তরে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমরা শান্তিপূর্ণ মিছিলের ওপরে গুলি বর্ষণকরায় এবং সাধারণ মানুষকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমরা স্বাধীনতা অর্জন করেছি দরকার হলে স্বাধীনতা রক্ষা করার জন্য আন্দোলনে যাবো।
তিনি মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র আয়োজনে চিনিশপুরস্থ জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবসে নির্বিচারে হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা বিএনপির এ বিক্ষোভ মিছিলটি কিছুটা সামনে গেলেই পুলিশী বাধার মুখে পড়ে পরে বিএনপি’র কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, শহর বিএনপি’র সভাপতি একে এম গোলাম কবির কামাল, জেলা বিএনপি’র, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু। যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোকারম ভূঁইয়া, খবিরুল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেবক, ছাত্রদল সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply