1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ অপরাহ্ন

নরসিংদীতে হেফাজত ইসলামের বিক্ষোভ; জেলা পুলিশের সতর্ক অবস্থান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ১৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর হামলা, হাটহাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচারে গুলি করে হত্যা এবং হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজত ইসলাম। পূর্ব ঘোষিত সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজের হেফাজত ইসলামের নেতাকর্মী শহরের শিক্ষাচত্বর এলাকায় জড়ো হতে থাকে। পরে কেন্দ্রিয় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

হেফাজত ইসলাম কেন্দ্রিয় কমিটি উপদেষ্টা শায়খুল হাদিস ইসমাইল নূরপুরি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন,  হেফাজত ইসলাম কেন্দ্রিয় কমিটি সদস্য মুফতি মো: আবদুর রহিম, নরসিংদী বাজার জামে মসজিদের ইমাম মফিতি মো: রবিউল হক।

এসময় বক্তারা বায়তুল মোকাররম, হাটহাজার ও ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সমালোচনা করে এদেশের সরকার আজ ভারতের তাবেদারিত্বে পরিচালিত হয়। এছাড়াও বক্তারা মাধবদীতে ছাত্রলীগের লাঠি মিছিলের তীব্র নিন্দা জানান।

হেফাজতে ইসলামের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান গ্রহন করে জেলা পুলিশ। বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই বিভিন্ন মসজিদ ও মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ। পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..