মনিরুজ্জামান,মাধবদী
চলছে করোনার দ্বিতীয় ঢেউ। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সরকার ঘোষিত লকডাউনের ১ম দিনেই মাধবদীতে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করে রাস্তাঘাটে চলাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় একাধিক ব্যবসায়ী ও পথচারীকে অর্থ দন্ড প্রদান করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মোঃ শাহ আলম মিয়া।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে অদৃশ্য করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিজেকে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য জনসচেতনতামূলক প্রচারণায় নেমেছে কুইক রেসপন্স টিম নরসিংদী। লকডাউনের প্রথম দিন সোমবার নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কর্মকর্তা (ভূমি) ও সদর কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মোঃ শাহ আলম মিয়ার নেতৃত্বে দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার বিভিন্ন স্পটে এ অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের তত্বাবধানে পরিচালিত অভিযানে মাধবদী বাসস্ট্যান্ড, পোস্ট অফিস , গরুর হাট চড়কা চত্ত্বর ও খনমর্দ্দিতে পথসভার মাধ্যমে প্রচারাভিযান চালানো হয়। এসময় বিভিন্ন স্পটে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন, কুইক রেসপন্স টিম নরসিংদী’র আহ্বায়ক শাহ্ আলম মিয়া, নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার রাব্বি, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ভাই গিরিশচন্দ্র সেন পাঠাগারের সভাপতি শাহিনুর মিয়া, সাংবাদিক মঞ্জিল এ মিল্লাত, মোতাহার হোসেন অনিক, লস্কর আলী প্রমূখ।
সভায় বক্তারা করোনা প্রতিরোধে স্বাস্থ্যসচেতনতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
অভিযানে নরসিংদীর পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য, আনসার ভিডিপিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply