নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাচ্ছেন ১২হাজার ৩শ অসহায় পরিবার। এরই অংশ হিসেবে শনিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার মরজাল ইউনিয়ন পরিষদে এ উপহার প্রদানের উদ্বোধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, মরজাল ইউপি চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জি.আর ক্যাশ এর মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নের ৫শত অসহায় পরিবারের মাঝে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হবে। জি.আর ক্যাশের আওতায় প্রত্যেক ইউনিয়নে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং পৌরসভায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হবে। প্রতিটি ইউনিয়নে মনিটরিং টিম করে দেওয়া হবে যাতে উপহারের অর্থ যথাযথ বন্টন ও তদারকি করা হয়। আগামী ১৬ এপ্রিলের মধ্যে উপজেলার ২৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২হাজার ৩শ অসহায় পরিবারের মাঝে এ টাকা বিতরন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
Leave a Reply