নিজস্ব প্রতিবেদক
শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করার জন্য অভিনব পদ্ধতি গ্রহণ করেছে নরসিংদীর শিবপুর উপজেলার একটি জামে মসজিদ পরিচালনা কমিটি। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ ফরজ অংশগ্রহণকারী ওই কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জানা যায় শিবপুর উপজেলার দুলালপুর মধ্য পাড়া জামে মসজিদ কমিটি ৪০ দিন নামাজ পড়লে পুরষ্কারের ঘোষণা দেয়।
শিশু- কিশোরদের নামাজের প্রতি ভালবাসা জাগানোর জন্য এ পুরষ্কারের ব্যবস্থা করেন মসজিদ কমিটি। এ আয়োজনে এলাকার ৬৭ জন কিশোর অংগ্রহণ করেন।
তদ্মধ্যে ২০ জন শিশু ও কিশোর টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায়ের জন্য প্রত্যেকে পুরস্কার হিসেবে পড়ার টেবিল প্রদান করা হয়। এছাড়া ৪০ দিনের মধ্যে ২/১ দিন জামাতের সাথে নামাজ আদায় করতে না পারা এমন ২১ জনকে রেক পুরষ্কার দেওয়া হয়েছে। সেই সাথে অংশগ্রহণকারী অপর ২৬ জনকে সান্ত্বনা পুরষ্কার হিসেবে জগ প্রদান করা হয়েছে।
এলাকার শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
Leave a Reply