মো: জসিম উদ্দিন
বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার নব-গঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করেছেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ ও নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতি (নকশিস)। গত রবিবার (১১ এপ্রিল) ইনডিপেনডেন্ট কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতি (নকশিস) সভাপতি ড. মশিউর রহমান মৃধা। এসময় সংবর্ধিত নব-গঠিত কমিটির পক্ষে বক্তব্য রাখেন, কমিটির সভাপতি মো: নূরুল ইসলাম, নির্বাহী সভাপতি মো: তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি অহিভূষণ চক্রবর্তী, এ কে এম শাহজাহান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।
সভায় নব-গঠিত কমিটির সকল সদস্যকে আয়োজকদের পক্ষ থেকে বই ও ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সংবধিত নব-গঠিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মো: আবদুল হাই মাসুদ, আসাদুল হক পলাশ, জয়নাল আবেদীন, মুহাম্মদ ফজলুল হক ও হারুন অর রশিদ; যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল এস হোসেন, মানিক লাল সূত্রধর, মো: ফরিদ মিয়া ও জাকির হোসেন; অর্থ সম্পাদক হলধর দাস, যুগ্ম-অর্থ সম্পাদক মো: শামীম মিয়া ও এম.এম. এনামুল হক রানা; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মোস্তফা খান, আন্তর্জাতিক সম্পাদক ইফরান আহম্মেদ রিপন মোল্লা, নির্বাহী সদস্য যথাক্রমে মো: জসিম উদ্দিন, মো: নজরুল ইসলাম, ফারুক আহাম্মদ প্রমুখ।
সভায় সর্ব সম্মতি ক্রমে ড. মশিউর রহমান মৃধাকে জেলা কমিটির উপদেষ্টা মনোনীত করা হয়।
উল্লেখ্য, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের ১০ জন শিক্ষককে নব-গঠিত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।
Leave a Reply