বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ৫শত টাকা চাওয়াকে কেন্দ্র করে পৌরসভার শ্রীরামপুর এলাকার মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ছেলে দুই সন্তানের জনক মোহাম্মদ আলী (৩৫) কে বেধরক মারপিট করে তার বড় ভাই ইব্রাহীম মিয়া ও বাচ্চু মিয়া।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টায় পৌরসভার শ্রীরামপুর এলাকার এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই মানিক মিয়া জানান, আমার বাবা মুক্তিযোদ্ধার ভাতা পান। সেই টাকা বড় ভাই তার চিকিৎসার জন্য চাইতে গেলে ইব্রাহীম ও বাচ্চু তাকে বেধরক মারপিট করলে সে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্বজনরা দ্রæত মোহাম্মদ আলীকে আশংকাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply