1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন

নরসিংদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের শেখ হাসিনা সেতু সংলগ্ন  কালাইগোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর শহরের রাঙ্গামাটি এলাকার রফিক মিয়ার ছেলে আরিফ (২৩) ও সাটিরপাড়া এলাকার কামাল আফসারীর ছেলে মুকিত (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর সাথে নদী বেষ্টিত চরাঞ্চলের  যাতায়তের জন্য নতুন সড়ক ও ব্রিজ নির্মাণ করা হয়। প্রায়শ: শহরের বিভিন্ন বয়সের লোকজন সেখানে ঘুরতে যায়। বৃহস্পতিবার  রাতে তারাবি নামাজ শেষে ঘুরতে যাওয়ার জন্য আরিফুল ইসলাম ও তার অপর সহযোগী আরিফ নরসিংদী শহর থেকে মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে শেখ হাসিনা সেতু পার হচ্ছিল। সেতু পার হওয়ার পর কালাইগোবিন্দপুর এলাকায় পৌঁছলে এক পথচারী নারী সড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক নজরপুর এলাকা থেকে মুকিতের নিয়ে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই আরিফ মারা যায়। গুরুত্বর আহত হয় মুকিত। পরে আহতবস্থায় মুকিতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরন করেন। পরে ঢাকায় নেওয়ার পথে মুকিত মারা যায়।

সদর মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, দুইটি মোটরসাইকেলই অতিরিক্ত গতিতে চলছিল। সংঘর্ষের সাথে সাথে একজন মারা যায়। অপর জনকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..