মনিরুজ্জামান, মাধবদী
কঠোর লকডাউনে থেমে গেছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা নির্বাহের পথ! কর্মহীন হয়ে পড়েছে দেশের লাখ লাখ খেটে খাওয়া মানুষ। অর্থাভাবে অনেকেই অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। লকডাউনে পরিবারের ভরণ পোষণ যেখানে দুর্বিষহ হয়ে পড়েছে সেখানে সমিতির কিস্তির টাকা পরিশোধ যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে!
সোমবার (১৯ এপ্রিল) দুপুর বারোটায় সরেজমিনে গিয়ে দেখা যায় নরসিংদীর মাধবদীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাধবদী শাখার ফিল্ড অফিসার আবুল বাশার স্বাস্থ্য বিধি উপেক্ষা করে মাস্ক বিহীন অবস্থায় সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা আদায় করছেন।
এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,”আমরা ফিল্ডে কাজ করি বিধায় ব্যাংক থেকে ম্যানেজার যেভাবে নির্দেশনা দেন সেভাবেই কাজ করতে হয়।
ব্যাংক থেকে আমাকে ঋনের কিস্তি আদায় করতে পাঠিয়েছে বলেই জীবনের ঝুঁকি নিয়ে আমাকে আসতে হয়েছে। তবে কিস্তির টাকা কারো কাছ থেকেই আমরা জোর পূর্বক আদায় করি না।’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সদস্য জানান, লকডাউনে কাজকর্ম বন্ধ থাকায় ছেলেমেয়েদের নিয়ে অনেক কষ্টে খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে! এমন সময়ে কিস্তির টাকা পরিশোধ করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে । কিস্তির টাকা ঠিকমতো পরিশোধ করতে না পারলে ভবিষ্যতে আর ঋন পারবোনা তাই বাধ্য হয়েই হাওলাত করে হলেও কিস্তি পরিশোধ করতে হচ্ছে। তাদের এমন দুঃসময়ে কিস্তির টাকা আদায় বন্ধ রাখার জন্য সরকারের নিকট দাবী জানান তারা
এব্যাপারে জানতে চাইলে ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাধবদী শাখার ম্যানেজার মতিউর রহমান বলেন, আমরা সম্পূর্ণ সরকারী নির্দেশনা মেনেই কিস্তির টাকা আদায় করছি। কিস্তির টাকা আদায়ে সরকারী কোন বিধিনিষেধ নেই তাছাড়া এই মর্মে সরকারী কোন প্রজ্ঞাপন ও জারি করা হয় নি বলে ও জানান তিনি।
Leave a Reply