1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : Monir monir : Monir monir
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন

সম্মেলনকে ঘিরে সংঘর্ষে ৩ পুলিশ আহত, ৫০রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ রাজারহাটে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ১৭৪ বার পঠিত

আলতাফ হোসেন সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)সংবাদদাতা:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আলহাজ্ব মো.শাহের উদ্দিন ধনী ও সাধারণ সম্পাদক পদে টানা চতুর্থবার নির্বাচিত হন আবুনুর মো.আক্তারুজ্জামান। গতকাল শনিবার রাজারহাট কারিগরী বাণিজ্যিক কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন কুড়িগ্রাম জেলা আওযামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.জাফর আলী (সাবেক এমপি)। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ এবং আওয়ামীলীগের অন্যতম সদস্য এ্যড: মাহবুবুল আলম খন্দকার বিল্পবের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী এম এ করিম,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ,আওয়ামীলীগ নেতা ছানালাল বক্সী,জেলা যুবলীগের আহবায়ক এ্যাড: রুহুল আমিন দুলাল,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান খন্দকার চাঁদ প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে সভাপতি শাহের উদ্দিন ধনী ও সাধারণ সম্পাদক পদে আবুনুর মো.আক্তারুজ্জামান নির্বাচিত হন । অপরদিকে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম মাস্টারের সমর্থকরা সম্মেলন পন্ড করতে উপজেলা সদরের কয়েকটি মোড়ে পিকেটিং করে যান চলাচল বন্ধসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। বিকালে সম্মেলন সমাপ্তির পর সম্মেলনে আসা ডেলিগেট ও কাউন্সিলারদের ওপর হামলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়লে এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ৩ পুলিশ আহত হয়। আহতরা হল কনস্টেবল রুবেল(২৫),জাহিদ (৩২), শফিকুল (২৪)। আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০/৫০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলা সদরে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হওয়ার প্রস্তুতি চলছিল বলে ওসি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..