1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:১৭ অপরাহ্ন

কৃষিজাত পণ্য পরিবহনে পঞ্চগড়-ঢাকা বিশেষ ট্রেন চালু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারিতে কৃষিজাত পণ্য ও জরুরি মালামাল পরিবহনে পঞ্চগড়-ঢাকা লাইনে বিশেষ ট্রেন চালু হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন এই বিশেষে ট্রে ‘র উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেলের লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ।

জানা যায়, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার উৎপাদিত শসা, টমেটো, বেগুন, মরিচ, লাউ, শিম, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন শাকসবজি ঢাকাসহ দেশের অন্যান্যস্থানে পাঠানো জন্য এই ট্রেনটি চালু করা হয় । প্রথম দিন স্থানীয় চার সবজি ব্যবসায়ী তিন টন শসা, টমেটো, বেগুন ও শুকনো মরিচ ঢাকায় পাঠান।

পঞ্চগড় রেল বিভাগ জানায়, এই ট্রেনটি প্রতি শনিবার, সোমবার এবং বুধবার কৃষিজাত পণ্য পরিবহন করবে। পঞ্চগড় স্টেশন ছাড়বে দুপুর ১ টায় এবং ঢাকা পৌঁছাবে ভোর ৩টায়। রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে পার্সেল নিয়ে পঞ্চগড় পৌঁছাবে। ঢাকা থেকে ট্রেনটি ছাড়ার সময় সকাল ৬টা এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে রাত ৮টায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..