নিজস্ব প্রতিবেদক
আগামী ২৬ এপ্রিল (সোমবার) থেকে দোকান-শপিংমল খোলা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল দুপুরে) তিনি গণমাধ্যম কর্মীদের এ তথ্য দেন। বৃহস্পতিবার বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন বলে তিনি জানান।
হেলালউদ্দিন বলেন, আজকে (২২ এপ্রিল) বাণিজ্য সচিব আমাকে ডেকে নিয়েছেন। বাণিজ্য সচিব এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি। ‘আগামী রবিবার (২৫ এপ্রিল) আমাদের একটা সুসংবাদ হবে বলে সচিবদ্বয় আশ্বস্ত করেন । এর ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো। তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন, রবিবার আমরা একটা সুসংবাদ পাব। ’
এর আগে গত ১৮ এপ্রিল (রবিবার) ঢাকায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তখন তারা ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানায়। তবে একই সময় ২২ এপ্রিল থেকে সরকার তৃতীয় দফায় লকডাউনের সময় বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে।
Leave a Reply