মনিরুজ্জামান,নরসিংদীঃ নরসিংদীতে পাশের বাড়ির লিচু গাছ থেকে লিচু চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহাগ(১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) রাত এগারোটার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ (১৪)একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নওপাড়া এলাকার আঃ রহমানের চারা গাছ হতে প্রতি রাতেই কে বা কারা লিচু চুরি করে নিয়ে যায়। গত পরশু রাতে ও চোরেরা লিচু চুরি করতে আসলে গাছ মালিক চোরদের তাড়া করে। অবশেষে চোরদের উপদ্রব থেকে লিচু রক্ষা করতে গাছে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে গতকাল রাতে একই এলাকার সোহাগ (১৪),রানা(১৮)ও বাবু(১৮) এরা তিনজন মিলে লিচু চুরি করতে গেলে সোহাগ বিদ্যুতায়িত হয়।
পরে রানা ও বাবুর আত্ম চিৎকারে আশপাশের লোকজন এসে সোহাগকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে ও এলাকাবাসী জানিয়েছেন।
এব্যাপারে জানতে চাইলে মাধবদী থানার ডিওটি অফিসার এবং ওসি তদন্তকে একাধিকবার ফোন দিয়ে ও পাওয়া যায় নি। বর্তমানে লিচু গাছের মালিক আঃ রহমান পলাতক রয়েছে এবং তার বাড়িঘর এলাকাবাসী তালাবদ্ধ করে রেখেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
Leave a Reply