নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন ইউনিয়নের হাট বাজার গুলোতে ইফতার বিতরণের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ইউসুকা ফাউন্ডেশন। সংস্থাটির তত্ত্বাবধানে মনোহরদীর কিছু সেচ্ছাসেবীর সহযোগিতায় রমজান জুড়ে চলছে এই ইফতার বিতরণের কর্মসূচি। মনোহরদীর বিভিন্ন হাট বাজারের মধ্যে উল্লেখযোগ্য হলো চালাকচর, হাফিজপুর, শেখেরবাজার ইত্যাদি।
ইউসুকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সৌরভ বলেন, করোনা চলাকালীন সময়ে সরকারের দেওয়া লকডাউন মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়েছে অনেক হত দরিদ্র, যারা দিনে এনে দিনে খায় এমন মানুষ। তার ফলে সারাদিন রোজা থাকার পর ও করতে পারছে না ইফতার। তারা যেনো ভালোভাবে এবং শান্তিতে ইফতার করতে পারে এবং তাদের যেনো আত্মসম্মানে আঘাত না লাগে তাই আমরা ভিন্ন পদ্ধতিতে ইফতার বিতরণের আয়োজন করেছি। বাজারের মোড়ের পাশে একটি টেবিলে ১০০ প্যাকেট করে ইফতার রেখে আমাদের কর্মীরা দূরে আড়ালে সরে যায় আর দূর থেকে লক্ষ্য রাখে ঠিক ভাবে ইফতার সবাই পাচ্ছে কি না। তাতে করে কেউ বিব্রত বোধ করছে না। যে যার মতো করে একটি প্যাকেট তুলে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে আমি খুব আনন্দিত।
ইউসুকা ফাউন্ডেশন গত বছর করোনার প্রথম ঢেউ চলাকালীন সময়ে ছিন্নমূল অসহায় হতদরিদ্র মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে ও গরীব দুঃখিদের পাশে থাকার চেষ্টা করেছে। কখনও লকডাউনে গরীবের ঘরে ত্রান পৌঁছে দিয়ে কখনও অস্বচ্ছলের ঘরে সেলাই মেশিন পৌঁছে দিয়ে সবসময় তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছে। গত বছরের ন্যায় এই বছরও তারা বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করছে।
ইউসুকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাবৃন্দ মনোহরদী উপজেলারই কৃতী সন্তান।
Leave a Reply