নরসিংদীর রায়পুরায় ৩৩৩ তে কল করলে নিম্ন আয়ের মানুষের কাছে পৌছে যাচ্ছে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সহযোগিতা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ও নরসিংদী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ কার্যক্রম সারাদেশের ন্যায় উপজেলার নিম্ন আয় ও কর্মহীন হওয়া নাগরিকদের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হচ্ছে।
ভোক্তভোগীরা সরকারি জরুরী সেবা ৩৩৩ এবং উপজেলা প্রশাসনের হট লাইলে যোগাযোগ করে এ সেবা পাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন বলেন, জরুরী সেবা ও উপজেলা হট লাইনে যারা যোগাযোগ করতেন যাচাই বাচাই করে দ্রুত সময়ের মধ্যে খাদ্য উপহার পাঠিয়ে দেওয়ার চেষ্ঠা করছি। এ পর্যন্ত ৩৩৩ তে ১৯ টি ফোন এসেছে এর মধ্যে যাচাই বাচাই করে ১৭ পরিবারকে খাদ্য সহযোগিতা দেওয়া হয়েছে । তাছাড়াও উপজেলা প্রশাসনের হট লাইনে ৩৩ টি পরিবার খাবারে জন্য কল আসছে। আমরা প্রতিটি পরিবারের মাঝে খাদ্য সহযোগিতা পৌছে দিয়েছি।
Leave a Reply