রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ২০২০-২১ অর্থবছরে এনএটিপি-২ মৎস্য অধিদপ্তর অংশ এর আওতায় এআইএফ-২ এর উপ প্রকল্পে মৎস্য চাষীদের মধ্যে দুইটি মাছের ভাসমান খাদ্য তৈরির মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ মে) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আদিয়াবাদ পিপি নগর সিএজি মৎস্য সমিতি ও বাহেরচর বাঙ্গালী নগর মৎস্য চাষীদল এদের মধ্যে এই মেশিন দুটি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, হাবিব ফরহাদ আলম, প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নুরদ্দিন আহমেদ সহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply