শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে উপজেলা আওয়ামীলীগ। বুধবার (৫ মে) উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিলের শিবপুরস্থ বাসভবনে এই ইফতার মাহফিলের আয়োজন হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান ও শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহউদ্দিন মিয়া।
শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরচান, জাহাঙ্গীর আলম, এ কে এম সামসুউদ্দিন চৌধুরী লিটন, আসাদুজ্জামান আসাদ, সাবেক আহবায়ক এডভোকেট বদরুল আলম, সহ সভাপতি সোহেল মিয়া, সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন স্বপন, সহ সাধারণ সম্পাদক মোমেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জুয়েল প্রমুখ।
Leave a Reply