নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। টানা ১৫ ঘণ্টারও বেশি সময় অভিযানের পর সোমবার (১০ মে) রাত সাড়ে তিনটার দিকে নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার একটি বাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৯ মে) সকালে সদর হাসপাতালের দোতলায় নানির কোল থেকে দুই দিন বয়সীএক নবজাতক চুরি হয়। এ ঘটনায় সদর হাসপাতাসহ পুরো শহর জুড়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরির পরেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযানে নামে পুলিশ। দুপুরে নবজাতক চুরির ঘটনায় তার নানি থানায় একটি অভিযোগ দাখিল করেন।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম প্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয় তারা। উদ্ধারের পর নবজাতক শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। তবে অভিযুক্ত নারী গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নরসিংদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী চুরি করে অন্য আরেকটি বাড়িতে নবজাতককে রেখে যান। সেখান থেকেই আমাদের টিম রাত সাড়ে তিনটার দিকে শিশুটিকে উদ্ধার করে।
তিনি বলেন, এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি। তবে যে নারীর কাছ থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছে, সেই নারীকে নজরদারিতে রাখা হয়েছে।
Leave a Reply