নিজস্ব প্রতিবেদক
ঈদের আগেই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে বন্দি নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি যুবনেতা শাহেন শাহ মোহাম্মদ শানু’র মুক্তি দাবী করেছেন নরসিংদী জেলা যুবদল। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে নরসিংদীর চিনিশপুরস্থ কার্যালয়ে জেলা যুবদলের এক বিশেষ সভায় এ দাবী করা হয়।
নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মুকাররম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, সহ সভাপতি মাহমুদুল হাসান সুমন, এড. তানজিল হোসেন, জেলা যুবদল নেতা শাহান উল্লাহ, হুমায়ন কবির রাসেল, জাকারিয়া হোসেন, রাহাত হোসেন, লিয়াকত আলী টিটু, কাজী আল- আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মো: মুকাররম ভূঁইয়ার বলেন, বর্তমান সরকার আজ মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে যুবদল নেতাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করছে। হেফাজতের আন্দোলনকে ইস্যূ করে মূলত শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে বন্দি করছে। হেফাজতে ইসলামের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। বরং হেফাজত সরকারেরই একটা অংশ। বিএনপি নিশ্চিহ্ন করতে দেশে তৃতীয় কোন শক্তির উৎত্থান ঘটিয়ে হেফাজতের সৃষ্টি করে। আসলে হেফাজতে ইসলাম সরকারেই এজেন্ট হিসেবে কাজ করছে। আর এই হেফাজতে ইসলামের নাশকতার মামলায় সরকার বিএনপির নেতৃকর্মীদের নামে মামলায় গ্রেফতারসহ বিভিন্ন ভাবে হয়রানি করছে। নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হেফাজতের কোন কর্মকান্ডকে কোনদিন সমর্থন দেয়নি। অথচ নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি যুবনেতা শাহেন শাহ শানু হেফাজতে ইসলামের নাশকতায় জড়িত থাকার অভিযোগ এনে মিথ্যা মামলায় তাকে কারাগারে বন্দি করে রেখেছে।
তিনি ঈদের আগেই যুবদল নেতা শাহেন শাহ শানু’র নি:শর্ত মুক্তি দাবী করে বলেন আজকের এই সভা থেকের সরকারের প্রশাসন যন্ত্রকে সাফ জানিয়ে দিতে চাই ঈদের আগেই নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি যুবনেতা শাহেন শাহ শানুকে মুক্তি দিতে হবে। নচেৎ যুবদলের নেতাকর্মীরা নরসিংদী দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
Leave a Reply