তুহিন ভুইয়া, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার পাড়াতলী ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধ হয়ে ২জন নিহতের ঘটনায় বুধবার রায়পুরা থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। নিহত কিশোর ইয়াছিন (১৩) এর পক্ষে সিদ্দিক মিয়া এবং নিহত শহিদ মিয়া (৩০) র পক্ষে মফিজ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ইয়াছিন হত্যায় ৩৯ জন এবং শহীদ হত্যায় ৩২ জনকে আসামী করা হয়। রিপোর্ট লিখা পর্যন্ত উভয় মামলার ১০জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, গত দুদিনের চলমান সংঘর্ষে বিভিন্ন সূত্রে তিনজন নিহতের সংবাদ পাওয়া গেলেও রায়পুরা থানার পুলিশ দুইজনের লাশের সন্ধান পেয়েছে বলে নিশ্চিত করেন।
জানা যায়, উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে ইউপি সদস্য শাহআলম ও সাবেক ইউপি সদস্য ফজলু মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিল। এরই জেরে সোমবার কথাকাটাকাটির এক পর্যায়ের উভয় গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সোমবার সন্ধায় ইয়াছিন মিয়া, মঙ্গলবার সকালে শহিদ মিয়া ও একই দিন দুপরে শফিকুল ইসলাম নামে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এসময় উভয়পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০জন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার এস আই দেব দুলাল বলেন, হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১০ আসামীকে গ্রেফতার করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply