সচিবালয়ে পেশাগত দ্বায়িত্ব পালনকালে প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে মিথ্যা ঘটনা সাজিয়ে দায়ের করা মামলা থেকে অব্যহতিসহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি)-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি)।
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি)-এর সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক, বাদল চৌধুরী, বিডিসমাচার২৪.কমের সম্পাদক মহাসিন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা শুভ, সদস্য ওমর ফারুক রুবেল, জেসমিন আক্তার জুই, হালিমা খাতুন, বিউটি আক্তার প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply