নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফজতে থাকা একটি প্রাইভেটকার, একটি দেশিয় এলজি, দুই রাউন্ড গুলি, দুইটি বড় ছোড়া, চারটি চাকু দুইটি চাইনিজ কুড়াল, দুইটি শাবল, একটি কাটারসহ স্কু-ড্রাইভার উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুপের নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) তার কার্যালয়ে অায়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেণ শুক্রবার (২১ মে) রাত আনুমানিক পোনে দুইটার দিকে নরসিংদী মাধবদী থানাধীন চৌয়া এলাকার জিহস তলা মোড়ে একদল ডাকাত একটি প্রাইভেটকারসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহেদ আহমেদ ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) এর নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশের পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর আক্রমণ চালায়। এসময় সরকারী সম্পত্তি, জানমাল ও আত্মরক্ষার স্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদী এর নির্দেশে ১৫ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে। এতে আন্ত:জেলা ডাকাত দলের মোবারক হোসেন (২৯), শফিকুল ইসলাম (৩৮), ওমর ফারুক (২২) মাসুদ মোল্লা (২৬) নামে চার সদস্যকে আটক করে পুলিশ। বাকী ৮/৯ জন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তাদের হেফাজতে থাকা একটি প্রাইভেটকারসহ দেশি অস্ত্র-সস্ত্র হস্তগত করেন।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার বিলকান্দি উত্তরপাড়ার মো: শাহজাহান মিয়ার ছেলে মোবারক হোসেন, পলাশ উপজেলার রামপুর গ্রামের আ: মজিদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম, রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামের মৃত বিকচান মিয়ার ছেলে ওমর ফারুক ও একই উপজেলার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মোঃ আফাজ উদ্দিনের ছেলে মাসুদ মোল্লা।
এ ঘটনায় মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু’র প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ।
Leave a Reply