নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে গাছ কাটার সময় ডাল পড়ে এর চাপায় জজ মিয়া (৫৬) নামে এক বৃদ্ধ কাঠুরের মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) দুপুরে উপজেলায় পাটুলী ইউনিয়নের হাবিসপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত জজ মিয়া (৫৬) পাটুলী ইউনিয়নের হাবিসপুর গ্রামের শাহ ইরানি মাজার এলাকার মৃত আবদুল গফুর মিয়ার পুত্র। তিনি কাঠুরে কাজ করে জীবিকা নির্বাহ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠুরে জজ মিয়া তার প্রতিবেশীর বাড়িতে গাছ কাটাতে যান। দুপুরের দিকে তিনি গাছের ডাল কেটে তার সাথে দড়ি লাগিয়ে শক্ত করে বেঁধে মাটিতে দাড়িয়ে টানছিলেন। এসময় ওই ডাল তার শরীরের ওপর এসে পড়লে এর চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেলাব থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
বেলাব থানার উপ পরিদর্শক কাজী রেজাউল জানান, এই কাঠুরে পেশাগত কাজে গাছ কাটতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এখনও ময়নাতদন্তের জন্য লাশ নেয়া হয়নি। নিহতের পরিবারের কোন আপত্তি না থাকলে উর্দ্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।
Leave a Reply