May 19, 2024, 7:05 pm
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন, তিন প্রার্থীর জরিমানা বোচাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার ট্রেনের রুট পরিবর্তন: ভোগান্তির শিকার তিন উপজেলার লাখো মানুষ আসছে ঈদে পারভীন লিসার নতুন চমক “তুমি আমার মনের ভেতর” রায়পুরায় পূজা উদযাপন পরিষদ মির্জাপুর ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অন্তর্জালে মুক্তি পেলো তরুণ সংগীত শিল্পী রনির গান “দিলে মারে ঝটকা” আসছে পলাশ-মিতু’র বিয়াই বিয়াইন সাইফুল বারীর কথায় গাইলেন কামরুজ্জামান রাব্বী ডেপুটি স্পিকারের সঙ্গে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাদের সাক্ষাৎ রায়পুরায় হত্যা মামলার আসামীর বিরুদ্ধে বাদীপক্ষের বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

আমি শাসক নয়, জনগণের সেবক হতে এসেছি: বললেন লায়লা কানিজ লাকী

স্টাফ রিপোর্টার:

নরসিংদীর রায়পুরা উপজেলার প্রতিটি মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। শাসক নয়, আমি জনগণের সেবক হতে চাই। সেবার মানসিকতা নিয়েই এখানে এসেছি।

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মুছাপুর ইউপি কমপ্লেক্সে আয়োজিত এক মত বিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান শিক্ষাবিদ লায়লা কানিজ লাকী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালনের সময় পেয়েছি মাত্র এক বছর। এই অল্প সময়েই আমি সরকারী যত বরাদ্ধ পেয়েছি সবগুলোই ইউপি চেয়ারম্যানদের মাঝে সম বন্টন করেছি। যা বিগত দিনে কখনো হয়নি। অনেকগুলো নতুন রাস্তার আইডি খুলার ব্যবস্থা করেছি। আমাকে আবারও আপনাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে সাবেক সফল মন্ত্রী, সাতবারের এমপি আমাদের অভিভাবক রাজিউদ্দিন আহমেদ রাজু ভাইয়ের হাত ধরে যেসব রাস্তার নতুন আইডি পড়েছে সেগুলো সমাপ্ত করার চেষ্ঠা করবো এবং সরকারী সকল বরাদ্ধ জনপ্রতিনিধিদের মাঝে সমবন্টন করবো ইনশাআল্লাহ।

এর আগে তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, এলাকায় এলাকায় জনসংযোগ করেন।

মত বিনিময় সভায় মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভুইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,  ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন মোল্লাসহ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা