May 19, 2024, 3:08 am
শিরোনাম :
আসছে পলাশ-মিতু’র বিয়াই বিয়াইন সাইফুল বারীর কথায় গাইলেন কামরুজ্জামান রাব্বী ডেপুটি স্পিকারের সঙ্গে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাদের সাক্ষাৎ রায়পুরায় হত্যা মামলার আসামীর বিরুদ্ধে বাদীপক্ষের বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আমি আপনাদের সেবা করতে এসেছি শাসন করতে নয়; মত বিনিময় সভায় লায়লা কানিজ কোন তরুণ-তরুণী আর কর্মহীন ও বেকার থাকবে না : পলক শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন বেলাবতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ইশতেহার ঘোষনা আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে; শেরপুর নবাগত এসপি আকরামুল আবারও বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান

ঈদে মিজান মালিকের গানে পারভীন লিসা

নিজস্ব প্রতিবেদক:

হাজার রকম অসুখ সারে/মনের অসুখ সারে না/ মনে মনে মন বান্ধিলে মায়া যে আর কাটে না… এমন দরদী কথা দিয়ে গোছানো সাজানো একটি গান এবার ঈদের উপহার হিসেবে পাচ্ছেন প্রিয় স্রোতা দর্শক।

গানের শিরোনাম মায়া। অনেক দিন বিরতির পর এবারের রমজানের ঈদে শিল্পী পারভীন লিসার জন্য গানটি লিখলেন সৃজনশীল লেখক, কবি, সাংবাদিক মিজান মালিক। গানের টাইটেল মায়া।

ঈদুল ফিতর উপলক্ষে আজ চাঁদ রাতে গানটি মিজান মালিকের নিজস্ব চ্যানেল থেকে রিলিজ পাচ্ছে। পাশাপাশি এ সময়ের আলোচিত ফোক শিল্পী পারভীন লিসার চ্যানেল থেকেও রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। মায়া এমন এক অনুভূতি যার সাথে মানুষের একাত্ম হবার একটা রাস্তা থাকে। মিজান মালিকের কবিতা গানে সব সময়ই একটু ভিন্নতা থাকে। এবারও ব্যতিক্রম নয়।

পারভীন লিসা বলেন, সকল আবেগপ্রবণ মানুষের বুকের ভিতর গেঁথে রাখার গান মায়া। মায়ায় যেমন আছে ভালোবাসার গভীরতা, তেমনি আছে কষ্ট। মিজান মালিক ভাইয়ের গানটি আমার মনে ধরেছে। অনেকদিন পর আমিও একটু ভিন্ন স্বাদের গান করলাম। আমার বিশ্বাস, সবার মনে ধরবে গানটি।

গানের প্রসঙ্গে গীতি কবি মিজান মালিক বলেন, আগে আমি অনেক গান করেছি। অসংখ্য গান দেশের তারকা শিল্পীদের কণ্ঠে উঠেছে। তবে এখন একটু কম লিখি। যা লিখি তা যেনো মানুষের ভালোবাসা পায়, পাঠক কিংবা দর্শক মনে বেঁচে থাকে সেরকম কিছু কাজ করছি। মায়া গানটি তেমনি। এ গানের সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। তিনিও মায়া নিয়ে বেশ আশাবাদী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা