May 19, 2024, 8:57 pm
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন, তিন প্রার্থীর জরিমানা বোচাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার ট্রেনের রুট পরিবর্তন: ভোগান্তির শিকার তিন উপজেলার লাখো মানুষ আসছে ঈদে পারভীন লিসার নতুন চমক “তুমি আমার মনের ভেতর” রায়পুরায় পূজা উদযাপন পরিষদ মির্জাপুর ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অন্তর্জালে মুক্তি পেলো তরুণ সংগীত শিল্পী রনির গান “দিলে মারে ঝটকা” আসছে পলাশ-মিতু’র বিয়াই বিয়াইন সাইফুল বারীর কথায় গাইলেন কামরুজ্জামান রাব্বী ডেপুটি স্পিকারের সঙ্গে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাদের সাক্ষাৎ রায়পুরায় হত্যা মামলার আসামীর বিরুদ্ধে বাদীপক্ষের বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

রায়পুরা উপজেলা নির্বাচনে ভোটারদের ভালোবাসা কুড়াচ্ছেন চেয়াম্যান প্রার্থী লায়লা কানিজ লাকি

মো. মোস্তফা খান:

নরসিংদীর রায়পুরায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
এবারের নির্বাচনে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করায় বিগত দিনের মত শোডাউন নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে মনোনয়নপত্র দাখিলের দৃশ্য চোখে পড়েনি। তবে বিভিন্ন এলাকায় প্রার্থীদের উঠান বৈঠক বা নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের উপস্থিতি উল্ল্যেখযোগ্য।

উপজেলা চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান শিক্ষাবিদ লায়লা কানিজ লাকী।

ভোটারদের মন জোগাতে ইতিমধ্যে লায়লা কানিজ লাকী উপজেলার দূর্গম চরাঞ্চল চানপুর, নিলক্ষাসহ বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছে। শুনছেন মানুষের পাওয়া-না পাওয়ার কথা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

প্রতিদিনের মতো বুধবার দিনব্যাপী চেয়ারম্যান প্রার্থী লায়লা কানিজ লাকি উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও সৌজন্য স্বাক্ষাত করেন। দুপুরে নিলক্ষার আতশআলী বাজারে একটি মতবিনিময় সভা শেষে তিনি বাজারের ব্যাবসায়ী ও ভোটারদের সাথে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তিনি তৃষ্ণার্ত মানুষদের মাঝে লেবুর শরবত বিতরণ করেন। পরে তিনি একই ইউনিয়নের হরিপুর বাজারে আরেকটি মতবিনিময় সভায় যোগদেন। সেখানেও তিনি ভোটারদের কাছ থেকে নানান ধরনের আবদার শুনে সেগুলো পুরণ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন।

লায়লা কানিজ লাকি বলেন, আমার জন্য আপনারা এক মাস কষ্ট করে আমাকে আবারো নির্বাচিত করেন আমি আপনাদের জন্য ৫ বছর সেবা দিয়ে যাবো।

মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জোসনা বেগম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা