গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে
শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার নয়নপুর এলাকায় আরএকে সিরামিক্স কারখানার সামনে কাভার্ডভ্যানের চাপায় অজ্ঞাত (৩২) এক সিএনজি চালক এর মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক ভাবে সিএনজি চালকের নাম পরিচয় জানা যায়নি।
অপর ঘটনাটি বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার এমসি বাজার এলাকায় মুরগীবাহী পিকআপ চাপায় তিন জনের মৃত্যূ হয়।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলার থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনা জেলার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)। নিহতরা শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতো।
প্রথম ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ইসমাঈল হোসেন জানান, বেলা সাড়ে ১১ টার দিকে একটি সিএনজির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সিএনজিটি দাঁড় করিয়ে মেরামত করার চেষ্টা করছিল। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালকের উপর একটি চলনত কাভার্ডভ্যান উঠে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে কাভারভ্যানের নিচ থেকে সিএনজি চালককে উদ্ধার করলে তাকে মৃত পাওয়া যায়।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক এসআই খোরশেদ আলম জানায়, ঘটনার পর পর কাভার্ডভ্যান চালক দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নিহতরা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতির একটি মুরগীবাহী পিকআপ তাদের চাপা দিলে জনি ও ইব্রাহীম হাবিব নামে দুইজন ঘটনাস্থলেই মারা যান। তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যান ও পিক আপ এ দুটি জব্দ করা গেলেও চালকরা পালিয়ে যায়। দ্বিতীয় ঘটনায় নিহত তিনজনের স্বজনরা থানায় এসেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply