নিজস্ব প্রতিবেদক
কিছুটা মানসিক ভারসাম্যহীন জজ মিয়া (৫৪) নামে একব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজ জজ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।
সে গত বুধবার (১৪ এপ্রিল) নিজ বাড়ি থেকে বের হয়ে অদ্যাবধি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জজ মিয়া মেয়ে কিরণ মালা জানায়, বুধবার বিকাল ৩টার দিকে বাড়ীর কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয় তার পিতা। অদ্যাবধি আর বাড়ীতে ফিরেনি। নিখোঁজের সময় তার পড়নে ছিল ব্লু রং এর হাফ পাঞ্জাবি ও কালো চেক লুঙ্গী। তার বয়স ৫৪ বছর, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, মুখে দাড়ি রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। যার নং ৭৩৪, তাং ১৬/০৪/২১ইং। যদি কোন সহৃদবান ব্যক্তি তার সন্ধান পান তাহলে রায়পুরা থানায় এবং নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
যোগাযোগ মোবাইল: ০১৭৪৬-৬৫৫২৫২
Leave a Reply